দেবী / প্রদীপ সরকার / বাংলা কবিতা /
দেবী ✍️ প্রদীপ সরকার পুজো এলো, চলেও গেলো। আসল পূজো কোথায় হলো। পুজো শেষের আগেই কত যে দেবী বিসর্জনে চলে গেলো। দেবী আমার অবহেলিত সেই রয়েই গেলো। মাটির প্রতিমা পুজো করে হায়, দেখি তো সর্বজনে। মানুষ প্রতিমা সামনে দেখেও, পুজো করে কয়জনে। সমাজ আমার ভীষণ খারাপ, নারী সন্মান দিতে জানেনা। পুরুষেরা আজ আত্মঅহংকারী যে বড়ো,…