প্রদূষিত পরিবেশ / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
প্রদূষিত পরিবেশ প্রেমাঙ্কুর মালাকার “মেঘমা” ফিরছি,”গৈরিবাসে”র, পাহাড়ি রাস্তা ধরে- “জৌবাড়ি” যেতে,দেখি পাহাড়টা, আবর্জনায় ভরে! প্লাস্টিক আর পলিব্যাগ দিয়ে, পাহাড় ছত্রাখান! সবুজ পাহাড়ে, মখমল ঘাসে, এযে বড়ো বেমানান! অদ্রাব্য এই, বর্জ্যের ভারে, প্রদূষিত পরিবেশ – এই হিমালয়, অতি স্বর্গীয়! দূষণে কোরোনা শেষ! —oooXXooo—