আপন জন (একাদশ পর্ব) / কাকলী ঘোষ / বাংলা ধারাবাহিক গল্প /
আপন জন (একাদশ পর্ব) কাকলী ঘোষ তারপর তো ওদের চোখের সামনে দিয়েই তেজ দেখিয়ে বেরিয়ে এসেছে শিখা। কিন্তু বেশি দিন চলবে না। ওর বাপ আর সৎমা উঠে পড়ে লেগেছে ওই নিকুঞ্জ বাবুর বাজারের ঘরে ওকে তুলে দেবে বলে। লোকটা নাকি বলেছে কী দরকার কারখানায় কাজ করার। ওসব ছোট লোকের কাজ। নিকুঞ্জ ঘোষের যাকে মনে ধরেছে…