কোষ্ঠী / সলিল চক্রবর্ত্তী / বাংলা ছোট গল্প /
কোষ্ঠী সলিল চক্রবর্ত্তী ডেডবডিটাকে পাঁচটা ডেডবডির পর লাইনে রেখে নিত্যানন্দ রায় ওরফে নেত্যকা বলল-” কালু লাইন আসার আগে তোর দাদুর পরলৌকিক কাজগুলো সেরে ফ্যাল। আমি গঙ্গার ধারে বট গাছের তলায় গিয়ে একটু বসি।” নিত্যানন্দ রায়, পাড়ার বারোয়ারি নেত্য কা। ষাটোর্ধ্ব স্বাস্থ্যবান মানুষ। সদ্য ইনকামট্যাক্স ডিপার্টমেন্ট থেকে অবসর নিয়েছেন। এখন পাড়ায় কারোর অসুখ বিসুখ হলে নিয়ে…