হারিয়ে যাওয়া শৈশব / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /
হারিয়ে যাওয়া শৈশব মৌসুমী ঘোষাল চৌধুরী আমার যখন সব ” আলো ” নিভে যায়, কষ্ট সহ্য করতে করতে দাফন করি যন্ত্রনা শব। খানিকটা কীর্তন রেণু মেখে নি। দু কান খাড়া করে, মুগ্ধ হয়ে শুনে নি কীর্তন পালা। শালবন, তুমি ও শোনো সে সকল কথা। কত আর্ত, দুখী, ধনী, দরিদ্রের যন্ত্রনা অবশ হয়। সারাদিন শ্রম করি,…