এপিটাফ সিরিজ / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /
এপিটাফ সিরিজ শ্যামাপ্রসাদ সরকার (১) শব্দহীন সঘন জ্যোৎস্নায় আমার দু’চোখে মৃত্যু এসে চুমু খায়। খলবল করে ওঠে যাপনের কইমাছ তবু তো থামতে হয়,স্তব্ধতা শুধু। হাঁ-মুখে স্বেচ্ছাধীন সেই জীবনের অরণ্যমেখলা তাও ছেড়ে যাবার অস্ফূট প্রয়াস করেছি জোর করে, একরকমের যদিও। তুমি ঘোমটা খুলে মুখ নামিয়েছ বুঝি? এ তো চুম্বনের জন্য নয়, এ তো ডুকরে উঠবে…