এবার যুদ্ধ / কাকলি ঘোষ / বাংলা ছোট গল্প /
এবার যুদ্ধ কাকলি ঘোষ আয়নার সামনে দাঁড়িয়ে দ্রুত তৈরী হয়ে নিচ্ছিল পৃথা।বেশ একটু দেরিই হয়ে গেল আজ।অথচ আজকেই আগে বেরোনোর কথা।পেরে উঠল না। মামনি বাড়িতে নেই। একটা বিশেষ দরকারে বেরিয়েছে। ফিরে যাবে হয়ত একটু পরেই কিন্তু রান্নার লোক ততক্ষণ বসে থাকবে না।রান্নাবান্না কি হবে সেসব বলে দেবার দায়িত্ব আজ ওর ওপরেই।তো কমলাদি এলোই আজ অনেকটা…