শীতল পরশ / আগন্তুক / বাংলা কবিতা /
শীতল পরশ আগন্তুক ছুঁয়ে দিলে মেঘ উষ্ণ আবেগ জড়িয়ে শীতল ঝরে পড়ে জল সুখে অবিরল ভিজায়ে আঁচল। জরাজীর্ণ বুক ভোলে তার দুখ মেতে উঠে হয় প্লাবন অঙ্কুরকুড়ি মাথা তুলি ধরি জীবনের গায় জয়গান। ছোঁয় নাই যেথা অভিমানী মন ভাঙে নাই সেথা কভু ভুল, বোঝে নাই যেথা নীরবতা কেউ সেথা কভু ফোটে নাই ফুল। পৃথিবীতে আজ…