শিক্ষা দর্শন / অশোক কুমার দাস / বাংলা কবিতা /
শিক্ষা দর্শন অশোক কুমার দাস হারিয়ে গেছে চেনা – শিক্ষা জোটেনা গুরুর, সেই দীক্ষা। ধন, মানিক অর্থে ভরা চুলোয় গিয়েছে এ লেখাপড়া। ছাত্র আর হবেনা গড়া – শিক্ষকের ডোরে পড়েছে কড়া। প্রকৃত শিক্ষা আজ অনাহারে, শিক্ষা দপ্তর বন্দী কারাগারে। —oooXXooo—