দামীর চেয়ে দামী / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
“দামীর চেয়ে দামী” রণজিৎ মন্ডল চিনতে তোমায় না পারে তো চেনাতে কাউকে যেও না, অমূল্য তোমার ভালোবাসার অপমান মেনে নিও না। যা আছে সে তোমার আছে, নাই বা থাক দাম কারো কাছে, ভালোবেসে কাউকে মনে দূঃখ যেন দিও না। হীরে, পান্না, জহর দামী, ওসব কিছু চাই না আমি, টাকায় সবই মেলে জানি, নেই যেখানে ভালোবাসা…