চিত্র রহস্য (পর্ব ২) / কাকলি ঘোষ / বাংলা ছোট গল্প /
চিত্র রহস্য কাকলি ঘোষ পর্ব ২ দুদিন পরের কথা। এই দুদিন ব্যোমকেশকে একবারের জন্যও বাড়ির বাইরে যেতে দেখিনি। বেশির ভাগ সময়ই কি যেন ভাবে। আত্ম মগ্ন ভাব। শুধু একটা অস্থিরতা যে আছে সেটা বেশ অনুভব করি। ঘরের মধ্যে ঘুরে বেড়ায় আর ফোন বাজলেই নিজে উঠে গিয়ে ধরে। অবশ্য প্রত্যেকবারই মুখের চেহারা দেখে অনুমান করে নিতে…