খিচুড়ি / রতন চক্রবর্তী / বাংলা কবিতা /
খিচুড়ি রতন চক্রবর্তী “”””””””””””””” বেশ জমেছে ঠান্ডারে ভাই মাঝে মাঝে বড্ডো লাগছে কাঁপন হাড়েতে | ঠাম্মিকে তাই বললাম ডেকে ঠাম্মি,ও ঠাম্মি খিচুড়ি খাবো আজকে রাতে || তাইনা শুনে ঠাম্মি আমার নিজ হাতে বানালেন খিচুড়ি যতন করে | একটু পরেই গরম গরম খাবো খিচুড়ি চামচে করে ফুঁটি মেরে || তারপরেতে মুখটি ধুয়ে ওরে বাবারে ,কি ঠান্ডারে…