রাতের ইস্টিশন / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা অনুগল্প (ভূতের) /
রাতের ইস্টিশন মৌসুমী ঘোষাল চৌধুরী তখন অনেক রাত।রমাপদ এই কিছুদিন হল রেল ওয়েতে চাকরি নিয়েছে ।সে ট্রেনের গার্ড।শীতের রাত ,প্রায় খালি ট্রেন।সামনের দিকে ড্রাইভার আর অনেক পিছনে রমাপদ।খুব তৃষ্না পেয়েছে ওনার । আচমকা ট্রেনটা হ্যাচকা টেনে থামতে শুরু করল। তখনকার দিনে মোবাইল ফোনের সুযোগ ছিল না। রাতের অন্ধকারে বাইরের কিছু দেখাও যাচ্ছে না। বেশ কিছুক্ষন…