চিত্র রহস্য (পর্ব তিন) / কাকলি ঘোষ / বাংলা ছোট গল্প /
চিত্র রহস্য কাকলি ঘোষ পর্ব তিন ব্যোমকেশ আগেই বলে রেখেছিলো। রাতের খাওয়া দাওয়া সেরে আটটার মধ্যে বেরোতে হবে। সেই মত সকাল সকাল দুজনেই খেতে বসে গেলাম। সত্যবতী আন্দাজ করেছিল বার বার প্রশ্নও করছিল কিন্তু ব্যোমকেশ নিশ্চুপ রইল।সত্যবতী মুখ ভার করে পরিবেশন করল। আমরাও দুজনে দ্রুত খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সে…