চ্যাংমারী গ্রামের ভূত / বাসুদেব দাশ / বাংলা ছোট গল্প /
চ্যাংমারী গ্রামের ভূত বাসুদেব দাশ নেবু একদিন সন্ধ্যাবেলা কি একটা জরুরি কাজে চ্যাংমারী গ্রামে যাবার জন্য তৈরি হয়েছে l মেঝ জ্যেঠু শোনা মাত্রই রেগে অগ্নিশর্মা l কারণ দক্ষিণ খালপারে একটা শেওড়া গাছ আছে আর ঐ গাছে গেছো ভূতের বাস l খাল পারের শেওড়া গাছের তলা দিয়েই তো চ্যাংমারী যেতে হবে l গাছের তলায় ওকে একা…