নারী / আগান্তুক / বাংলা কবিতা /
নারী আগান্তুক ও মেয়ে তুই নীরব কেনো? তোর চোখে কেনো জল? আজ তো তুই স্বাধীন মুক্ত, চেতন জ্ঞানেও সবল! তবুও কেনো লুকিয়ে কাঁদিস? আঁচল দিয়ে মুখটি ঢাকিস! কষ্ট গুলি সয়ে সয়ে…. ভীতরে ভীতরে ভাঙতে থাকিস! এসবে কি আর তোকে মানায় বল ? এই ধরাতে তুই-ই তো সব , গড ভগবান আল্লাহ রব .. তোর বুকেই…