দিনান্তে / কাকলি ঘোষ / বাংলা ছোট গল্প /
দিনান্তে কাকলি ঘোষ গাড়ি থেকে নেমে সাইনবোর্ডটা দেখলেন লাবণ্য। শেষের কবিতা। আহা! মুগ্ধ হলেন আবারও! শুধু নামটা শুনেই ঠিক করেছিলেন এখানেই আসবেন। বৃদ্ধাশ্রমের এর থেকে উপযুক্ত নাম আর হয়? চমৎকার পরিবেশ। দুপাশে কেয়ারি করা মরশুমী ফুলের মাঝখান দিয়ে লাল মোরাম বিছানো পথ শেষ হয়েছে একসারি শ্বেত পাথরের সিঁড়িতে। ওপরে সুসজ্জিত, ছিমছাম অভ্যর্থনা কক্ষ। সামনে দু…