ঘুরে এলাম ভাইজাগ আরাকু / শিবপ্রসাদ হালদার / বাংলা ভ্রমণ /
ঘুরে এলাম ভাইজাগ আরাকু ✍️ শিবপ্রসাদ হালদার হরিসাহা হাট ক্ষুদ্র ওস্তাগার ও পাইকারি ব্যবসায়ি উন্নয়ন সমিতির অফিস ঘরে তখন চলছে বিশেষ জরুরি সভা। টুরের ভাবনায় ভাইজাগের কথা উঠে আসতেই সমিতির সকল সদস্যদের সর্বসম্মতিতে এই প্রস্তাব পাশ হয়ে গেল। ধীরে ধীরে শুরু হয়ে যায় প্রয়োজনীয় প্রস্তুতি।নোটিশ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যুরে যেতে আগ্রহী সদস্যদের তালিকা…