বিপন্ন মানব সভ্যতা / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
বিপন্ন মানব সভ্যতা মৃনাল কান্তি বাগচী ——————- জীবন যখন ডুবে যায় আঁধারে আলো খুঁজে পেতে চায় মন বারে বারে। আলো চাইলেই কি তা পাওয়া যায়? আলোর দিশা কে দেখাবে হায়! স্বার্থপরতায় ডুবছে এই ধরা তাইতো অনেকের জীবন গহীন আঁধারে ভরা। স্বার্থপরতার করাল গ্রাসে ডুবছে যুবশক্তি কেউ তেমন নেই, যে বা যারা যোগাবে তাদের বেঁচে থাকার…