মেট্রো রেলের অগ্রগতি / শিব প্রসাদ হালদার / বাংলা ছোট গল্প /
মেট্রো রেলের অগ্রগতি ✍️শিব প্রসাদ হালদার দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের সন্নিকটে এক নম্বর রেলগেটে প্রচন্ড ভিড় দেখে থমকে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। সময়টা ঠিক সন্ধার পূর্ব মুহূর্ত। দিনের আলো নিভে যেতে বসেছে তাই সুউচ্চ বাতিস্তম্ভের লাইট জ্বলতেই চতুর্দিকে ঝা চকচক হয়ে উঠলো। রেলগেট সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় পথ চলা মানুষের প্রচণ্ড ভিড় জমে উঠেছে। বিশাল ট্রলারে করে…