থাইল্যাণ্ড, সে স্বপ্ন-ভ্রমন / শ্রী নীলকান্ত মণি / বাংলা কবিতা /
থাইল্যাণ্ড, সে স্বপ্ন-ভ্রমন শ্রী নীলকান্ত মণি বাঃ, খুব সুন্দর সংবাদ! কয়েক দিন থাকবে না এই কথা বলে ছিলে বটে! যাচ্ছো কোথায় উহ্য রেখেছিলে সম্ভবতঃ চমকে দেবে বলে! আগে তা জানালে শুভেচ্ছা জানাতাম তোমার ও সফরে সাধতাম না কোন প্রকারে ই কোন বাধ! অবশ্য এটা ঠিকই চমকানো টা নিশ্চিৎ ই পড়ে যেতো বাদ৷ তাই, না জানিয়ে…