কৃতজ্ঞতায় (অধ্যাত্ববাদ ও বিজ্ঞানের মিশ্রনে) / রতন চক্রবর্তী / বাংলা কবিতা /
শিরোনাম:-কৃতজ্ঞতায় (অধ্যাত্ববাদ ও বিজ্ঞানের মিশ্রনে) কলমে:-রতন চক্রবর্তী “””””””””””””””””””””””””” দেহটা জেনো বন্ধু তুমি একটি বিরাট কারখানা বাহিরের ভেতরের অঙ্গ প্রতঙ্গ সকল আর তার প্রতিটি অংশ ই যোগসূত্রে গাঁথা | একটি যন্ত্রের কাজের সাথে আর একটি যন্ত্রের কাজ যে শুরু হয় এমনই সিস্টেম মানব দেহে মিসিং কভু নাহি রয় | শ্বাস নালীর পথ দেখো আপনা থেকে যাচ্ছে…