হাল খাতা / কাকলি ঘোষ / বাংলা ছোট গল্প /
হাল খাতা কাকলি ঘোষ লোকটিকে বেশ কিছুক্ষনই দেখেছেন অমিতবাবু। পরনে অনেক দিনের পুরনো কুঁচকে থাকা প্যান্ট।এক সময় বোধহয় রংটা নীল ছিল।এখন জ্বলে গিয়ে ফ্যাকাশে।গায়ে একটা সাদা জামা। বহু ব্যবহারে জীর্ণ। মানুষটাও তাই।বয়স হয় তো বেশি নয় কিন্তু একেবারে ভাঙ্গা চোরা চেহারা। দরিদ্রতার ছাপ সর্বাঙ্গে স্পস্ট। সঙ্গে আবার একটি বাচ্চা ছেলে। বছর আট নয় হবে।এরও পরনে…