সমুদ্রের সেই দিনগুলি (দ্বিতীয় পর্ব) / শিবপ্রসাদ হালদার / ধারাবাহিক ভ্রমণ কাহিনী /
সমুদ্রের সেই দিনগুলি (দ্বিতীয় পর্ব) ✍️ শিবপ্রসাদ হালদার তখন ওরা একত্রে বাজার করে রুমে রাত্রে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতো। অফিস থেকে দুপুরে আসার সময় রাস্তার পাশে ছোট ছোট ধাবা ছিল সেখানে দশ টাকার মধ্যে ধোসা, না হলে ১প্লেট রাইস নিয়ে নিতো।বেশি খেতে ইচ্ছা করলেও পয়সার অভাবে পারত না। এটুকুই খেয়ে পেট ভরে জল খেয়ে…