বিরহ / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
বিরহ রণজিৎ মন্ডল তুমি কি পেরেছ দিতে আমায় তোমার করুণায়, আমি যা চেয়েছিলেম তোমার আগমনি বারতায়। এসেছিলে তুমি আমার সাজানো ফুলের বাগিচায়, থরে থরে সব রেখেছি সাজায়ে এ ধরার আঙিনায়। চেয়েছিলাম আমি শান্তীতে থাকো আমারই তরু ছায়ায়। কত নদীপথ, কত বনমালা কত পাহাড়ের শীতল ঝরনায়, হারায়েছ তুমি আপন লীলায়, পলাশের লাল দিয়েছি বসন্তে রাঙাতে ও…