মন কথা / আগান্তুক / বাংলা কবিতা /
মন কথা আগান্তুক ততটা কাছে এসো না!যতটা না আসলেই নয় ! ততটা ভালো বেসো না!যতটা বাসলে বাড়ে ভয় ! যদি ছেড়ে থাকতে পারো, মায়া ডোর কাটতে পারো, উজানে দিশা না হারায়ে গতি রোধ করতে পারো ! তবেই তুমি এসো , যত খুশি মেশো , প্রাণের দুয়ার খুলে দিয়ে তবেই ভালোবেসো! —ooXXoo—