শুভ্রপ্রকাশ ঝর্ণা এনে দিয়েছে / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
শুভ্রপ্রকাশ ঝর্ণা এনে দিয়েছে দীননাথ চক্রবর্তী শুভ্রপ্রকাশ একটা নক্সা এঁকেছিল পাহাড়ের চূড়া থেকে সমতলে নেমে আসা সবুজ সোনালী এক ঝর্ণা কেননা পৃথিবীর মানুষ আজ চায় একটু শীতল জল। রাত্রিকে সঙ্গী করে আকাশকে বলেছিল শুভ্রপ্রকাশ : লক্ষ্মীটি আজকে তুমি যাও নক্সাটা না হলে গোধূলি এখানে আসা বন্ধ করে দেবে । মানুষের মনে গভীর বনে ঘুরেছে ফিরেছে…