খেলা ঘর / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
খেলা ঘর রণজিৎ মন্ডল কড়্ কড়্ কড়াৎ, বুকটা ধড়াৎ, তীব্র আলোক রেখা বুকটা চৌচির করে, চোখ ধাঁধানো আলোক ছলাৎ উদভ্রান্ত অন্ধকারে! অসহ্য উত্তপ্ত দহনে দগ্ধ বুকের রক্ত জল হয়ে ঝির ঝির করে ঝরে! একি আকাশ বাতাস সবুজ পৃথিবীর আর্তনাদ, পৃথিবীর বুকের সব রক্ত বৃষ্টি হয়ে ঝরে! শীতল করে দেয় মুহূর্তে বাধভাঙা অশ্রুর ঝিরিঝিরি ধারায়, জ্বলে…