বলা বড় শক্ত! / শ্রী নীলকান্ত মণি / বাংলা কবিতা /
বলা বড় শক্ত! শ্রী নীলকান্ত মণি বাতাসের বুক কাঁপাচ্ছে তাকে অহরহ অজস্র শব্দ৷ সে বিপুল হয়তো তাই ধৈর্য ধরে থাকে! মানুষের অতো ধৈর্য নাই! সব শব্দ যদি শ্রবণ শুনতে পেতো তবে নিশ্চিৎ পাগল হয়ে যেতো! সবাই পাগল হয়ে গেলে তখন, কে ঠেকা তো কাকে!? ভাগ্যিস ভগবান আগে ভাগে সতর্ক থেকে মানুষের শ্রবণ শক্তিকে সীমায় বেঁধে…