ভোরাই পাখির মেলা / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
ভোরাই পাখির মেলা প্রেমাঙ্কুর মালাকার সকাল বেলায়, পাখার ভেলায়, পাখিরা হেলায় ভাসে- পাখে চঞ্চল, পাখি একদল, নির্মল নীলাকাশে! ওরা গাছে গাছে, সারাদিন নাচে, কাছেই শাকিন আছে; গাছে বাঁধে নীড়, নিষ্ঠা নিবিড়, গরমে ও শীতে বাঁচে! পাখিদের কথা, মুলতবি যথা, রাখলাম আপাতত – প্রভাতি ভ্রমণে, হাঁটবো দু’জনে, হাতছানি দেয় পথ ও! এখানেও পাখি, করে ডাকাডাকি, ঘুঘু…