পুঞ্জিত মেঘে সূর্য দেয় নি উঁকি! উঁচু উঁচু মেঘে কম বৃষ্টির ঝুঁকি!! / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
পুঞ্জিত মেঘে সূর্য দেয় নি উঁকি! উঁচু উঁচু মেঘে কম বৃষ্টির ঝুঁকি!! প্রেমাঙ্কুর মালাকার সকালবেলায় ঘুম ভাঙে নাই, দেরী হয়ে যায় মেলা- ঝিলিক বললো “হাঁটতে যাবে না, আজ কে সকাল বেলা?” এও বলে দিলো তুমুল বৃষ্টি, হয়েছে রাত্রে কাল! দেখছি আকাশে প্রমাণ রেখেছে, মেঘে মেঘে জটা জাল। এখন বৃষ্টি থেমে গেছে পুরো, আর তো ঝরে…