স্বপ্নপূরী / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
স্বপ্নপূরী রণজিৎ মন্ডল কি যে হয়ে গেল, সব কেমন যেন এলো মেলো মনে হলো, যা দেখলাম তা অনুভবেই রয়ে গেল। যাকে দেখলাম, যাকে আবার দেখতে চাইলাম, নিমেষে মনের আঙ্গিনায় মেঘের মত ঝির ঝির করে ঝরে গেল। মনটা ভিজে কাকের মত অবাক হয়ে চেয়ে রইল, এদিক সেদিক খোজাখুজি তারপর হতাশায় না পাওয়ার বেদনায় কোথায় যেন উড়ে…