কাল-আজ-কাল / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
কাল-আজ-কাল সুপর্ণা দত্ত সে এক সময় ছিল যখন মাইলের পর মাইল দেখা যেত শুধু ফাঁকা মাঠ চারিদিকে ধূ-ধূ করত পথঘাট। পায়ে হাঁটা রাস্তা ছিল , গাড়ি-ঘোড়া বিশেষ ছিল না বললেই চলে। বড় জোর গুরুর গাড়ি অথবা ঘোড়ায় চড়া ফিটন গাড়ি। মন চাইলেই খোঁজ নেওয়া যেত না আত্মীয়-পরিজন,বন্ধু-বান্ধব কারুর, তবুও যেন একটা হৃদ্যতা ছিল সবার মাঝে।…