সমুদ্রের সেই দিনগুলি (ত্রয়োদশ পর্ব) / শিবপ্রসাদ হালদার / বাংলা স্মৃতিমূলক নিবন্ধ /
সমুদ্রের সেই দিনগুলি (ত্রয়োদশ পর্ব) ✍️ শিবপ্রসাদ হালদার এই সময়ে বাড়ির জন্য ভীষণ চিন্তিত হয়ে পড়ে। দুর্গা পূজার সময়ে দেশের মধ্যে থেকেও ঘরের ছেলে ঘরে নেই,ভেবে আমরাও মনে বড় কষ্ট পেতে লাগলাম। বিশেষ করে কালীপুজোর সময় চলতে ফিরতে প্রতিটি মুহূর্তে মনে পড়তে লাগলো তার কথা।সে পাড়ার ক্লাব “কিশোর মিলন”এর একজন একনিষ্ঠ কর্মঠ কর্মী। ক্লাবের কালী…