ফলম-ফলে-ফলানি / নিলয় বরণ সোম / রম্য রচনা / আগমনী সংখ্যা /
ফলম-ফলে-ফলানি নিলয় বরণ সোম “আম জাম কলা শসা /রাত্রিবেলা মুন্ডু খসা -এই ছড়াটির সঙ্গে কেউ পরিচিত আছেন কিনা জানিনা , তবে খুব সম্ভবত , এই প্রবাদটির মাধ্যমে ‘অতিদানে বালি বধ্য ,অতি মানে চ কৌরবা ‘জাতীয় বার্তা পৌঁছনোর চেষ্টা হয়েছিল, অর্থাৎ , অতিরিক্ত কোনকিছুই ভাল না, ফল বেশি হলে তার ফলও বিষময় , ইত্যাদি ইত্যাদি।…