নিজেকে পাল্টাতে হয় / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
নিজেকে পাল্টাতে হয় মৃনাল কান্তি বাগচী সময়ের সাথে সাথে নিজেকে না পাল্টাতে পারলে পদে পদে খেতে হয় হোঁচট, সেই হোঁচটে জীবন বিগড়ে গিয়ে বেঁচে থাকার সমস্যা হয় প্রকট। নিজেকে পাল্টাতে না পারা সে এক ধরনের ব্যর্থতা, সময়ের সাথে সাথে নিজেকে না পাল্টানো, তাহা নয় বুদ্ধিমানের কাজ, সে এক চরম মূর্খতা। প্রতিনিয়ত পাল্টাচ্ছে মানুষের মন, পাল্টাচ্ছে…