বিচিত্র ভাবনা / কান্তি বাগচী / বাংলা কবিতা /
বিচিত্র ভাবনা মৃনাল কান্তি বাগচী নদীর ভাঙন দেখেছি দেখেছি মানুষের হৃদয় ভাঙন, দেখেছি যাকে ভাবা হয় আপন সে হয়নি কখনো কখনো আপন। বরফ হৃদয়ে লুকিয়ে থাকতে দেখেছি সীমাহীন কত উষ্ণ ভালোবাসা, ভালোবাসতে গিয়ে ভালোবাসা হয়নি আশাহত হয়েছে কত মনের আশা। মায়া ভরা চোখে খুঁজেছে মন সন্তানের মাঝে নিজের না মেটা আশা সেই আশা পূরণ হয়েছে…