সমুদ্রের সেই দিনগুলি (পঞ্চদশ পর্ব) / শিবপ্রসাদ হালদার / বাংলা স্মৃতিমূলক নিবন্ধ /
সমুদ্রের সেই দিনগুলি (পঞ্চদশ পর্ব) ✍️ শিবপ্রসাদ হালদার মুম্বাইয়ে R.K MARG এর NAU BHAVAN এ GOVT. OF INDIA MINISTRY OF SHIPPING এর অফিসে পৌঁছে সব রকম খোঁজ খবর নিয়ে ২৬ শে মার্চ২০১৪ নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ জমা করে দেয়।পরে জানতে পারে ওই সার্টিফিকেট ইস্যু হলে ডাকযোগে পৌঁছে যাবে তার কোয়ার্টারের ঠিকানায়।এবং…