মুকুট হীণ দিনে / নবু / বাংলা কবিতা /
_**মুকুট হীণ দিনে-**_ কলমে – নবু একাকী ছায়ার মতো, চলেছি আমি নিঃশব্দ পথে, তোমার স্মৃতির ভারে ভাঙছে হৃদয় প্রতিটি ক্ষণে। যে চোখে আলো ছিল, আজ তাতে আলো নেই, তোমার চলে যাওয়া ছিনতাই করেছে মুখের ভাষা। অথচ, একদিন তুমি ছিলে আমার পৃথিবী, আমার স্বপ্ন, আজ সেই পৃথিবী শুন্য, কোয়সা ভরা, আর স্বপ্ন—তুমিই ছিলে শেষ কথা। কথাগুলি,…