কবি নজরুল / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
কবি নজরুল সুপর্ণা দত্ত “গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। “— গেয়েছিলেন হেথা কাজী নজরুল ইসলাম, মানুষে মানুষে সাম্যের আর জীবনের জয়গান। দুই বাংলার সাহিত্যাকাশে প্রকাশিত হয়েছিলেন ধূমকেতুর সমান, জাতির অথবা জাতের প্রশ্নে তুলেছিলেন স্লোগান। “হিন্দু না ওরা মুসলিম”– প্রশ্ন কোরো না আর, সমাজের বুকে এমন প্রশ্নে আঘাত হেনেছে বারবার।…