বিধাতার দান / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
বিধাতার দান মৃনাল কান্তি বাগচী ——————– আমার চলার পথ সেতো একান্তই আমার, সেই পথে চলেছি বলে নেই কিছু নতুন করিয়া চাওয়া পাওয়ার। না পাওয়ার মাঝেই খুঁজি আমি আনন্দ, যা কিছু হোকনা কেন তাতে নেই আমার কোন নিরানন্দ। আনন্দ, নিরানন্দ সবই আমার কাছে এক, যতই হোক না কেন জীবন চলার পথে বাঁক। জীবন চলার সোজা, বাঁকা…