Skip to content
Tag Archives: বাংলা গান
You are here:
- Home
- Entries tagged with "বাংলা গান"
// আকাশ পাগল // ✍ : অনিমেষ চ্যাটার্জি একলা আকাশ একলা থাকে, রোদে জলে মিশে, একলা পাগল তাই তো তাকে, ফেললো ভালবেসে। পুড়ছে রোদে ভিজছে জলে, তবুও বিরাম নাই, একলা পাগল ডাকছে তাকে, বন্ধু হবে ভাই ? আকাশ তাকে উত্তর দেয়, হাত বাড়ালে ভাই, আমিও যে হতে বন্ধু, ছুট্টে এলাম তাই। তুমিও…
// শ্রাবণ // অনিমেষ চ্যাটার্জি বরিষণ ধারা মুখর আজিকে ওই শোনো বাণী আসে ওই, মেঘ কারুকাজ পাখা মেলি আজ শ্রাবণ আসিল ওলো দেখ সই, বজ্রমুকুট শিয়রেতে তার ঘন ঘন দেয় রণ হুঙ্কার, অতি অপরূপ সজ্জা তাহার বিশ্ব সমুখে মেলিছে, ওগো মেঘমল্লার বাজাইয়া আজি শ্রাবণ লগন আসিছে।। –~০০০XX০০০~–
Go to Top
error: Content is protected !!