প্রেম / উৎপল সেন / বাংলা কবিতা /
প্রেম উৎপল সেন ফুলের মতই সুন্দর তুমি, শিশিরের মতই পবিত্র….! বুকের মাঝে ঝোড়ো হাওয়া তুমি বোঝা দায় তোমার চরিত্র। কখনো তুমি ফুলের সৌরভ, কখনো কাঁটার জ্বালা…! কখনো কালো অমাবস্যা, কখনো সোনালী থালা। কালবৈশাখী রূপে কখনো, কখনো মলয় বাতাস….. ধনীজনেরাও তোমায় না পেয়ে জীবনে হয় হতাশ। কারো জীবনে তুমি ব্যক্ত, কারো জীবনে অব্যক্ত। তোমায় না পেয়ে…