জল / ইন্দ্রাণী ব্যানার্জী / বাংলা কবিতা / সংখ্যা ৩ /
“জল” –:: ইন্দ্রাণী ব্যানার্জী ::– এখন চলেছি জলপথে। শক্ত করে ধরে আছি বৈঠা দাঁড়টানার বিরাম নেই। নদীর মতোই মোহনায় মিশবো। তারপর পৌঁছে যাবো একেবারে মাঝদরিয়ায়। জলকে ভীষণ ভালোবাসি। মিশে থাকি সুখে দুঃখে আকন্ঠ পান করে মিটিয়ে ফেলি চরম পিপাসা। জলকে ভালোবাসতে হবেই জল মানেই জীবন। –OXXO–