অন্য আনন্দ / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
☆★☆”অন্য আনন্দ”☆★☆ ¤○¤○¤○¤○¤○¤○¤○¤ –:: শিব প্রসাদ হালদার ::- সেই ছেলেটি সবে কৈশোর পেরিয়ে যৌবনে, উৎসবের দিনে অন্য দশ জনের মত উদ্ভুত আনন্দ তাকে করে না স্পর্শ। নতুন বস্ত্রে অঙ্গ সাজিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে দ্যাখে না সুসজ্জিত সজ্জা। শুধু খুঁজে বেড়ায় তাদের- যারা আজ এই উৎসবের আনন্দ উল্লাসে বঞ্চিত! বুকভরা ব্যথা নিয়ে ফুটপাথে ঘুরে…