সিনাবাং আগ্নেয়গিরি আকাশে বানায় সিঁড়ি / প্রেমাংকুর মালাকার / সংখ্যা ৫ /
“সিনাবাং আগ্নেয়গিরি আকাশে বানায় সিঁড়ি “ –:: কবি – প্রেমাংকুর মালাকার ::– ইন্দোনেশিয়া সেখানে আবার জাগে আগ্নেয়গিরি ; নিঃসৃত লাভা ধুম্রপুঞ্জে আকাশে পেতেছে সিঁড়ি । হাজার পাঁচেক মিটার উঁচুতে কুন্ডলী আপাতত ; ধোঁয়ায় ঢেকেছে বিশাল এলাকা নেই কোন হতাহত । ‘সিনাবাং’থেকে ফের লাভাস্রোত হলেই উদ্গীরণ – পুরো এলাকায় সতর্কতাই জারি করে প্রশাসন ।…