ভালোবাসা নীল জলধি / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
“ভালোবাসা নীল জলধি” মৃনাল কান্তি বাগচী ভালোবাসা নীল জলধি হয়না কখনো তার সমাধি। সেতো অনন্ত সুধা মেটেনা কিছুতেই ক্ষুধা। বারেবারে খোঁজে মনের মানুষকে হারিয়ে যেতে চায় মন অচেনা দিগন্তে। মনের থাকেনা কোনো সীমানা জীবন খোঁজে ভালোবাসার শামিয়ানা। যদিও না পায় তা তবুও নেই খোঁজার সীমাবন্ধতা। মনতো নয় কারো দাস সেতো ভালোবাসার মাঝে নিতে…