অভিজ্ঞানম্ / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প / সংখ্যা ৬ /
অভিজ্ঞানম্ ◆◇◆◇◆◇◆ –:: শ্যামাপ্রসাদ সরকার ::– সখীচতুঃষ্টয় পরস্পরকে আকর্ষণ করে রোরুদ্যমানা। তিনটি সদ্যন্মোষিত উদ্ভিন্ন যুবতী আর চতুর্থটি বনের হরিণী একটি। এ যুবতীত্রয়ের প্রধানাটি আজ বেতস লতার গহনার সঙ্গে চন্দনের সাজে অনুপমা, তার কন্ঠের যূথীকার মাল্যটি তার অসূয়া বিহীনা ও প্রিয়ভাষিণী দুই প্রিয়সখীর স্বহস্তে গ্রথিত। পতিগৃহের উদ্দেশ্যে তপোবালাটির বিচ্ছেদবিরহের শুভক্ষণটি অবশেষে আগত। যাত্রামুহূর্তের ঠিক…