নির্বাসিত অক্ষর / সোমা দাস বৈদ্য / বাংলা কবিতা /
“নির্বাসিত অক্ষর” সোমা দাস বৈদ্য প্রতিটা দিন বৃষ্টিভেজা হয় না প্রতিটা দিন স্নিগ্ধ হয় না প্রতিটা দিন শান্ত হয় না খরতাপে দগ্ধদিনগুলো রজঃস্বলা ভূমির মতো তীব্র ,বজ্রের মত উত্তাল সেসব দিনে উপড়ে আসে যাবতীয় বদরক্ত, নেশা, কু-নাট্যের চিত্রলিপি এখন নিস্তব্ধ শহর, আধার মানুষ যে যার ঘরে টানটান আলসেমিতে মগ্ন , তুলির রেখায় সবুজ…