ক্লিওপেট্রা (দ্বিতীয় পর্ব) / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ধারাবাহিক উপন্যাস / বড়দিন সংখ্যা /
“ক্লিওপেট্রা” ✍ ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় (দ্বিতীয় পর্ব) মানবজীবনের মহাকাশে কত তারা সময়ের সাথে খসে পড়ে। মহাকালের ইতিহাস সব কিছু গচ্ছিত করে রাখে।উত্তরপুরুষে সঞ্চালিত হয় তাদের অমর কীর্তি। হাজার হাজার বছরের পরেও তা বেদনা জাগায়। এইসব চিন্তায় আবিষ্ট হয়ে আছেন মিশর সম্রাজ্ঞী ক্লিওপেট্রা। আলেকজান্দ্রিয়া রাজপ্রাসাদে বাতায়নের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। আজ শুধুই মনে উঁকি…