লক্ষ্মীমঙ্গল / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ছোট গল্প /
“লক্ষ্মীমঙ্গল“ ✍ ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় সকাল থেকেই মঙ্গল মুন্ডা গম্ভীর হয়ে আছে। লক্ষ্মীমণি আজ আসে নি। গঙ্গার বিয়েতে রয়ে গেছে। ওখানে নাচ হবে।আদিবাসী নাচ। ধামসা মাদলের তালে তালে রক্তটাও নেচে ওঠে। আদিবাসী সম্প্রদায়ের এই রীতি। গঙ্গাটার বিয়ে। বেশ ধূমধাম করেই হচ্ছে। তবে বর দোজবরে। তা হোক। ওরা পান সুপারি দিয়ে নেমন্তন্ন করে গেছে। এটাই…