আশা / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
“আশা” ✍ মৃনাল কান্তি বাগচী আপন ভাবিয়া যাকে মানুষ করে ভরসা, কখনো কখনো সে ভরসা মিছে হয়ে , হয় দুরাশা। শুধু শুধু বিলাপ করে তাতে লাভ নাহি হয়, যা হবার তাই হয়, বিধাতার যা থাকে অভিপ্রায়। সুখেরও লাগিয়া দুঃখকে সবাই করতে চায় বর্জন, অথচ সুখ না পাইয়া দুঃখকে করিতে হয় অনেক সময় বরন।…