জিলিপিযে বড়ো লাট! উদরের আটঘাট! / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
“জিলিপিযে বড়ো লাট! উদরের আটঘাট!” ✍ প্রেমাঙ্কুর মালাকার শ্রীরামকৃষ্ণ জীবনবোধের ছিলেন যে সুরসিক; তাঁর উপমায় তিনি খুলতেন জীবনের নানাদিক। উপমায় তিনি সুন্দর ভাবে বলতেন কতকথা; তাঁর কথামৃত মুগ্ধ হয়েই শ্রোতারা শুনতো যথা। কেশবসেনের বাড়িতে একদা আকন্ঠভোজ খেয়ে- বলেন,”সরষে দানা গলবেনা এখন যে গলা বেয়ে!” “তবেযে জিলিপি অতিশয় প্রিয় উদরে ঢোকাতে পারি- ভিড়…