জীবন যখন মরণ / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
জীবন যখন মরণ ✍ রণজিৎ মন্ডল মরা নদীতে বান আসে যখন, ভাসায় দু কূল নিমেষে তখন, চেয়ে থাকে মোর শুধু দু নয়ন, ডুবে যায় শরীর ডুবে যায় মন, যত আছে মোর সঞ্চিত ধন, বাহিরে প্লাবন অন্তরে দহন, কাঁদিয়া মরে কত সবুজ বন, ডুবিয়া জলে, না পুড়িয়া আগুনে হারাইলো প্রকৃতি অমূল্য ধন। নিশ্বাসে…