বেদনা আমার / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
“বেদনা আমার ” রণজিৎ মন্ডল বেদনা তো আমার, তোমার তো নয়! অবহেলা,অশ্রদ্ধা, অপমান, অন্তরের জ্বালা বুদ বুদের মত শরীরের লোমকূপকে খাড়া করে দেয়! বার্দ্ধক্যের ভ্রকূটি হাত নাড়ায়, তোমার নয়নে ঘৃনার আগুন প্রজ্বলিত হয়! নিভিয়া যাওয়ার আগে জ্বলন্ত প্রদীপ দূপ দূপ করিয়া কয়, আসন্ন আমার বিদায় নিশ্চয়! তাই আনন্দ ধারা তব নয়নে আনন্দাশ্রু হয়।…